শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যে কোনও হ্যান্ড ওয়াশ কিনে নেন? বড় সমস্যায় পড়তে পারেন কিন্তু!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: কিছু খাওয়ার আগে বা পরে হাত ধোয়া আমাদের স্বাস্থ্যকর অভ্যাস। কেবল হাতে লেগে থাকা খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করতেই নয়, জীবানু বা কীটনাশক খাবারের সঙ্গে পেটে গিয়ে যাতে আমাদের অসুস্থ না করে, সেই কারণেও ভাল করে হাত ধোয়ার অভ্যাস রপ্ত করানো হয় শিশুদেরও। চিকিৎসকরাও এই স্বাস্থ্যকর বিধিকে রীতিমতো অভ্যাসে পরিণত করতে পরামর্শ দিয়ে থাকেন আমাদের। সাবানের পরিবর্তে আজকাল আমরা অনেকেই লিকুইড হ্রান্ড ওয়াশ আস্থা রাখি।

কিন্তু এই হ্যান্ড ওয়াশের মাধ্যমে হাত পরিষ্কার করতে গিয়েই হিতে বিপরীত হচ্ছে না তো? হ্যান্ড ওয়াশ থেকে বড়সড় কোনও অসুখ বাসা বাঁধার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দিচ্ছেন না মার্কিন বিজ্ঞানীরা। তাঁদের মতে, বেশির ভাগ বাজার চলতি লিকুইড হ্যান্ড ওয়াশে ট্রাইক্লোসান ও ট্রাইক্লোকার্বন নামের দু’টি রাসায়নিক উপাদান রয়েছে। যার প্রভাবে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। জীবাণু ধ্বংস করতে এই দুই উপাদান খুব কার্যকর বলে দাবি করে হ্যান্ড ওয়াশ প্রস্তুতকারী সংস্থারা, তেমনই ত্বকের জন্য এরা ক্ষতিকারক।

শুধু তা-ই নয়, বিজ্ঞানীদের দাবি, যে সব হ্যান্ডওয়াশে এই দুই উপাদান মাত্রাতিরিক্ত রয়েছে, তাদের প্রভাবে ত্বকের পাশাপাশি পেটের সমস্যা হতে পারে। সেই সঙ্গে মস্তিষ্কের কোষেরও নানা ক্ষতি হতে পারে।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দাবি, শুধু লিকুইড হ্যান্ড ওয়াশেই নয়, একাধিক মাউথ ওয়াশ, টুথপেস্ট ও ডিটারজেন্টেও এই সব ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি থাকে। মার্কিন বিশেষজ্ঞদের দাবি, ট্রাইক্লোসান ও ট্রাইক্লোকার্বন মিশ্রিত হ্যান্ড ওয়াশ অতিরিক্ত ব্যবহারের ফলে জন্মাতে পারে ‘ড্রাগ রেজিস্ট্যান্ট জার্ম’— যাদের কোনও ওষুধের দ্বারাই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।

ত্বক বিশেষজ্ঞ কৌশিক লাহিড়ীও এই দুই উপাদানকে এড়িয়ে চলারই পক্ষপাতী। তাঁর মতে, এই দুই উপাদান ত্বককে খসখসে করে তোলা, ত্বকে নানা প্রদাহের জন্ম দেওয়া ছাড়াও পেটের অসুখের কারণ হতে পারে। অতিরিক্ত ব্যবহারে হাইপোথ্যালামাস ও থ্যালামাসেও  সমস্যা তৈরি করতে পারে এই দুই উপাদান।

তা হলে উপায়?

  • চিকিৎসকদের মতে, হ্যান্ড ওয়াশ কেনার আগে খুঁটিয়ে দেখে নিন আপনার কেনা হ্যান্ড ওয়াশে এই উপাদানগুলি রয়েছে কি না, থাকলে এড়িয়ে চলুন সে সব হ্যান্ড ওয়াশ।
  • প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবারের জন্য হ্যান্ড ওয়াশ কিনুন।
  • মৃদু ক্ষারযুক্ত সাবান ব্যবহার করেও হাত ধুতে পারেন, তা ত্বকের জন্যও উপকারী, জীবাণু নাশ করতেও সক্ষম।
  • শিশুদের জন্য হ্যান্ড ওয়াশ কখনওই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিনবেন না।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com