বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রাম থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে মোঃ মোহন মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অতিথপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোহন মিয়া প্রতি দিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে নিজ বসত ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির লোকজন মোহন মিয়াকে বাড়ির পাশে আম গাছের ডালে গলায় রশি পেছানো অবস্থায় ঝুলতে দেখে তানা পুলিশকে থবর দেয়। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে মোহনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধূনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল আলম খান ঝুলন্ত লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস