বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করে শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী ইস্তেহারে দেয়া শর্ত পূরণ করেছেন।
শনিবার দিবাগত রাত ১০টায় তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেনস।
এসময় তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে যারা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদেরও বিচার করা হবে। সমাবেশে শাহজাহান খাঁন সকল অন্যায় অবিচারের বিচারকাজ সম্পন্ন করতে আগামী নির্বাচনে নৌাকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস