যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
হিউস্টন পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস এ তথ্য জানিয়েছে।
হিউস্টন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন আর৪৪ হেলিকপ্টারটি রাত ৮টার মাত্র কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয়। এলিংটন ফিল্ড থেকে উড্ডয়নের পর প্রায় ১৫ মাইল দূরে এটি বিধ্বস্ত হয়।
হিউস্টনের পুলিশ বিভাগ বলেছে, একটি রেডিও টাওয়ারে হেলিকপ্টারটি ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে হয়।নিহত সবাই ওই হেলিকপ্টারের আরোহী ছিলো। এ ঘটনায় মাটিতে থাকা কেউ আহত হননি এবং রেডিও টাওয়ার ছাড়া অন্য কোনো ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
হেলিকপ্টার দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন দুই থেকে তিনটি ব্লক পর্যন্ত ছড়িয়ে পড়ে। হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে তদন্ত করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ