রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে সমকামী নাইট ক্লাবে গুলিতে নিহত বেড়ে ৫০

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১২ জুন, ২০১৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর সন্ত্রাসীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।

নিহতের বিষয়টি পুলিশ নিশ্চিত করে জানিয়েছে, ওই হামলাকারীও নিহত হয়েছে।

পালস্ নামে ওই ক্লাবটিতে আজ রোববার সকালে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তারা পালস্ ক্লাব নামে ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করে ।

বন্দুকধারী লোকটির হাতে এ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান ছিল এবং সে নাইটক্লাবের ভেতরে অনেককে জিম্মি করেছিল। নিহত হবার আগে পুলিশের সাথে তার গুলিবিনিময় হয়।

পুলিশ বলছে, বন্দুকধারী একা ছিল এবং সে স্থানীয় কেউ নয়।

গতকাল শনিবার অরল্যান্ডোতে লাইভ কনসার্টে গায়িকাকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এ হামলা চালানো হল।

অরল্যান্ডোতে লাইভ কনসার্টের স্থান থেকে পালস্ নাইট ক্লাবের দূরত্ব ৪ মাইল।

13ORLANDO-master768

পুলিশ বলছে, এটি ‘সন্ত্রাসী হামলা’ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় এই হামলায় অন্তত আরো ৫৩ জনের মত আহত হয়েছে।

অরল্যান্ডোর পুলিশ প্রধান জন মিনা বলেন, নিহতের প্রকৃত সংখ্যা তারা বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ৫৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন মুখপাত্র বলেন, প্রাথমিক ধারণায় এটিকে সন্ত্রাসী হামলায় মনে হচ্ছে। এটি স্থানীয় সন্ত্রাসী নাকি আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠি করছে তারও তদন্ত শুরু হয়েছে।

এফবিআই ধারণা করছে, এটি ইসলামি চরমপন্থিদের দ্বারা ঘটতে পারে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অবস্থিত ওই ক্লাবটির বাইরে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরি সেবা প্রদানের বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

হামলার সময় সমকামীদের ওই ক্লাবটিতে ১০০ জনেরও বেশি মানুষ অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার পরে ক্লাবটি থেকে বেশকিছু মানুষ দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেকেই ভেতরে আটকা পড়েছেন।

বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি, দ্যা গার্ডিয়ান

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com