বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি বর্তমানে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি গতকাল বুধবার পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ. ব্রাউন জুনিয়র, ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর পরিচালক মিস. হেইডি গ্র্যান্ট এবং অফিস অব সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি এর দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এর আগে তিনি গত ১৮ মে ২০২১ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সামরিক উপদেষ্টা লে. জেনারেল কার্লোস হামবের্তো লটের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ রোটেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানের ব্যবহার এবং মিশনে নিয়োজিত বিমান বাহিনীর শান্তিরক্ষীদের সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে এফ-১৬ বিমানের ম্যানুফেকচারিং কারখানা পরিদর্শনসহ পেন্টাগনে সংঘঠিত ৯/১১ এর হামলায় নিহতদের স্মৃতিসৌধ পরিদর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর