যুক্তরাষ্ট্রের ডেনভারে একটি বাড়িতে আয়োজিত পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে নর্থগ্লেন শহরের বেলফোর্ড ড্রাইভ এবং ব্রুস লেন এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ গুলির খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা এক ব্যক্তিকে মৃত এবং পাঁচজনকে আহত অবস্থায় দেখতে পায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পরও বাড়িটিতে ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। তারা জানান, এই ঘটনায় একাধিক হামলাকারী জড়িত। গুলির আগে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করছে পুলিশ।
ডেনভারের পুলিশ নর্থগ্লেন পুলিশকে এই ঘটনার তদন্তে সহায়তা করছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য কাজ করছে বিভিন্ন কর্তৃপক্ষ।
সূত্র : সিবিএস নিউজ।
বাংলা৭১নিউজ/এসএস