রবিবার, ৩০ জুন ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির দণ্ডপ্রাপ্ত খালেদার মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়: কাদের বিভিন্ন আদালতে মামলা জট ৪১ লাখ ৯ হাজার : সংসদে আইনমন্ত্রী সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের পাঁচ বছরে সাড়ে ৫ লাখ কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে বিডা, সংসদে মন্ত্রী সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল! অসদুপায়ে সহযোগিতা, প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত ৫৫ কেজি সোনা চুরি: প্রতিবেদন ৭ আগস্ট মধুমতিতে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি ঢাবি দিবসে যাবে না শিক্ষক সমিতি, কাল থেকে সর্বাত্মক কর্মসূচি ১০৯ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে মৃত ১১, ফের ভারী বর্ষণের সতর্কতা চট্টগ্রামে ভারী বৃষ্টি, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা হত্যার চক্রান্ত : শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমনের জিডি সারাদেশে বৃষ্টি হতে পারে আরও ২ দিন নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ১৮ রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা আছে : তাজুল ইসলাম দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজা’র ৪ সদস্যের কারাদণ্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজা’র চার সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেনেভায় অবস্থিত নিজেদের বাসভবনে ভারত থেকে আনা গৃহকর্মীদের শোষণের দায়ে পরিবারটির চার সদস্যকে চার থেকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।

রায় ঘোষণার সময় আদালতে হিন্দুজা পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সত্তরোর্ধ্ব প্রকাশ ও কোমল হিন্দুজা অসুস্থতার আবেদন জানিয়ে আদালতে হাজির হননি। অজয় ও নম্রতা আদালতে এলেও, রায় শোনার সময় হাজির ছিলেন না।

একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা গেছে, অবৈধভাবে চাকরিতে নেওয়ার ও শোষণের অভিযোগে এক সুইস আদালত দোষী সাব্যস্ত হয়েছেন প্রকাশ ও কোমল হিন্দুজা এবং তাদের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতা। রায়ে প্রকাশ ও কোমল হিন্দুজাকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর অজয় ও নম্রতাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে, প্রায় ৪ হাজার ৮ কোটি ডলার সম্পদের মালিক হিন্দুজা পরিবারকে অবশ্য মানবপাচারের মতো গুরুতর অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। আর তাদের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

হিন্দুজা পরিবারের বিরুদ্ধে জেনেভায় করা মামলার অভিযোগে বলা হয়, পরিবারটি ভারত থেকে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসতো। আর এসব গৃহকর্মীদের দিনে ১৮ ঘণ্টা কাজ করার বিনিময়ে মাত্র ৮ ডলার বেতন দিত ধনী এই পরিবারটি। সুইজারল্যান্ডের আইনে এই বেতন স্বাভাবিকের দশ ভাগের এক ভাগ। সেইসঙ্গে কর্মীদের পাসপোর্টও কেড়ে নেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

কর্মীরা আরও অভিযোগ করেছিলেন, তাদেরকে বাসভবন থেকে বেরই হতে দেওয়া হয় না বলা যায়। বিচারের সময় কর্মীদের কৌঁসুলিরা অভিযোগ করেন, গৃহকর্মীর চেয়ে পোষা কুকুরের জন্য বেশি অর্থ ব্যয় করে হিন্দুজা পরিবার। পরিবারটি কুকুরের জন্য বছরে প্রায় ১০ হাজার ডলার খরচ করে বলে দাবি কৌঁসুলিদের।

অন্যদিকে, হিন্দুজা পরিবারের আইনজীবীদের দাবি, কর্মীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেয় হিন্দুজা পরিবার। গৃহকর্মীদের বিচ্ছিন্ন করে রাখা হয়নি ও তারা ইচ্ছামতো যেকোনো সময় হিন্দুজাদের বাসভবন ছেড়ে বের হতে পারতেন।

হিন্দুজাদের আইনজীবী রবার্ট অ্যাসেল বলেছেন, আদালের এই রায়ে আমি স্তম্ভিত। আমরা শেষ পর্যন্ত লড়া করবো।

এদিকে, শোনা গেছে, অভিযোগ ওঠানো তিন কর্মচারীর সঙ্গে গোপনে একটি সমঝোতায় পৌঁছেছিল হিন্দুজা পরিবার। কিন্তু অভিযোগের ভয়াবহতার কথা বিবেচনা করে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কৌঁসুলিরা।

হিন্দুজা পরিবার বহুজাতিক কোম্পানি হিন্দুজা গ্রুপের মালিক। গ্রুপটির তেল, গ্যাস, ব্যাংকিং ও স্বাস্থ্য খাতে ব্যবসা রয়েছে। বিশ্বের ৩৮টি দেশে এসব খাতে হিন্দুজা পরিবারের ব্যবসা আছে। লন্ডনের র‍্যাফলস হোটেলের মালিকও হিন্দুজা পরিবার। বিশ্বজুড়ে তাদের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় দুই লাখ।

সূত্র: মেইল অনলাইন, গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com