বাংলা৭১নিউজ,ঢাকা: ঈদে ঘরমুখী মানুষ যানজটে পড়বে না, সে নিশ্চয়তা দিতে পারি না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রায় রাস্তায় যানজট যে হবে না সেই নিশ্চয়তা দিতে পারি না। তবে তার দাবি, এবার রাস্তার কারণে যানজট হবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বর্ধিত ভাড়ার বিষয়ে বলেন, যদি বর্ধিত ভাড়া আদায় করা হয়, তাহলে সংশ্লিষ্ট পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস