বাংলা৭১নিউজ, মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া-সোনাপুর সড়কের কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের ঠাকুরনওপাড়া রেলগেইট এলাকায় সড়ক ভেঙ্গে গেছে। ফলে যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার বিকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া রেলগেইট এলাকায় বৃষ্টির কারণে পাকা সড়ক ভেঙ্গে গেছে। সড়ক ভেঙ্গে যাওয়ার কারণে ওই সড়কে চলাচলরত যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার রাতের বেলায় অনেকে দুঘর্টনার শিকার হচ্ছে। স্থানীয় মুদি দোকানী জানান, ওই সড়কের ভাঙ্গা স্থান একটু নিচু থাকার কারণে বৃষ্টির পানি গড়তে থাকে। বৃষ্টির কারণে মাটি ধ্বসে সড়কটি ভেঙ্গে যায়। কোন প্রকার উদ্যোগ গ্রহন না করায় গাছের ডাল দিয়ে ভাঙ্গনের চিহৃ দেওয়া হয়েছে। দিনের বেলায় কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতের বেলায় প্রায়ই দুঘর্টনা ঘটছে। দ্রুত পদক্ষেপ গ্রহন করা না হলে রেল সড়কটিও ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস