বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ঢাকা সহ সারা দেশে যানবাহন ভাংচুরের প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে বেনাপোলে পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা। ফলে বেনাপোল থেকে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন সহ সব ধরনের যান চলাচল বন্ধ রযেছে। যশোর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।
যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে আসা শতশত দেশী বিদেশী পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোষ্ট এলাকায়। যাত্রীরা শুয়ে বসে অলস সময় কাটাচ্ছে বিভিন্ন পরিবহন কাউন্টারে। সবচেয়ে বেশী হয়রানীর শিকার হচ্ছেন রোগী সহ শিশু ওমহলিা যাত্রীরা। বিদেশী পাসপোর্ট যাত্রীরা না যেতে পারছে ঢাকায় না পারছে ফিরে যেতে।
ভারত থেকে ফিরে আসা যাত্রীরা জানান. অপরাধ করেছে ড্রাইভাররা আবার তারাই বাস চালানো বন্ধ রেখেছে। বাস চলাচল না করার কারনে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
যশোর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী মুঠো ফোনে জানান, আমাদের গাড়ী চালাতে কোন সমস্যা নেই তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত না থাকায় আমরা গাড়ী চালানো বন্ধ রেখেছি।
বাংলা৭১নিউজ/জেএস