রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চারজন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন মো. নিজাম হাওলাদার, মো. মাজুম, মো. মেহেদী হাসান ও মো. রাব্বি ওরফে আবুবকর সিদ্দিক।
মঙ্গলবার (২২ মার্চ) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মো. মুহতারিম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদককারবারি যাত্রাবাড়ীর কাজলার দনিয়া বিশ্বরোডের ভাই ভাই মেটাল দোকানের সামনে পিকআপসহ গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে পিকআপসহ নিজাম, মাজুম, মেহেদী ও রাব্বিকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, পরবর্তী সময়ে পিকআপটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএম