সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৪৬ জনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম বলেন, শুক্রবার সকাল ৮টার পর আটককৃতরাসহ শতশত লোকজন যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় তারা কোনো কিছু বুঝে ওঠার আগে রাস্তায় চলাচলকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেওয়ার চেষ্টা করে। এ অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/এবি