ময়মনসিংহের গৌরীপুরে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে গৌরীপুর কালীপুর মধ্যম তরফ এলাকায় যমুনা লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গ্রেড-১ সিনিয়র মার্কেটিং কর্মকর্তা সুমন কুমার সাহা।
জেনারেল ম্যানেজার মো. রাসেল মিয়ার সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য দেন সিনিয়র মার্কেটিং কর্মকর্তা মো. নুরনবী সোহেল, মাহমুদুল হাসান রিয়াদ, উপ মহাব্যবস্থাপক (উন্নয়ন) কুরচিয়া আক্তার ডলি, ঈশ্বরগঞ্জ যুব মহিলালীগ সভাপতি শিউলি আক্তার, লিজা আক্তার, আমিনুল ইসলাম, সোহাগ মিয়া প্রমুখ।
এ সময় প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় ৬০ জন অংশ নেন। প্রতিষ্ঠান কর্মকর্তারা যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চলমান কার্যক্রমের ওপর আলোচনা ও উত্তরণে আগামীর পরিকল্পনা ব্যক্ত করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ