সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ চায়না চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
বিসিসিসিআইয়ের পক্ষ থেকে মহাসচিব আল মামুন মৃধা এবং যমুনা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. আতিকুর রহমান পণ্যের প্রস্তাব সমন্বিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
বিসিসিসিআইয়ের প্রতিনিধিদের পক্ষে আরো উপস্থিত ছিলেন বদরুল আলম খান (ভাইস প্রেসিডেন্ট), এস. আমিনউদ্দিন মিলন (পরিচালক), মোহাম্মদ হাফিজুর রহমান খান (পরিচালক), খন্দকার আতিকুর রহমান (পরিচালক) ও মো. আবু তাহের (দপ্তর সম্পাদক) এবং যমুনা ব্যাংক লিমিটেডের প্রতিনিধিদের মধ্যে ছিলেন মো. মেহেদী হাসান (হেড অব ট্রেজারি ডিভিশন), মো, শহিদুল ইসলাম (হেড অব কর্পোরেট ব্যাংকিং), আবুল ফয়সাল মান্নান (হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন)।
বাংলা৭১নিউজ/এসএইচ