বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম

ময়মনসিংহের বাজারে কমেছে মাছের দাম

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও আদার দাম। তবে কমেছে সবজি ও মাছের দাম। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

শম্ভুগঞ্জ মধ্যবাজারের সাদেক মিয়া বলেন, দেশি পেঁয়াজ গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি করছি। আদার দামও বেড়েছে ১০ টাকা।

তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাকা, দেশি রসুন ৪০ টাকা, ভারতীয় রসুন ১৫০ টাকা, আদা ৭০ টাকা, দেশি আলু ২৫ টাকা, ডায়মন্ড আলু ২৪ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

মাছ মহালের মাছ বিক্রেতা হারুন মিয়া বলেন, সব প্রকার মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে।

তিনি বলেন, টাকি মাছ ৩৫০ টাকা, টেংরা মাছ ৪০০ টাকা, কারপিও মাছ ২৪০ টাকা, বড় গ্লাস কার্প মাছ ২২০ টাকা, চাপিলা মাছ ৩০০ টাকা, কাকিলা মাছ ৩৫০ টাকা, ছোট পাবদা মাছ ২৬০ টাকা, রাজপুটি মাছ ২২০ টাকা, বড় সিলভার মাছ ১৮০ টাকা, ছোট রুই মাছ ১৮০ টাকা, বড় মৃগেল মাছ ২২০ টাকা, বাউশ মাছ ২২০ টাকা, দেশি পুঁটি মাছ ১৬০ টাকা, পাঙ্গাশ মাছ ১১০ টাকা, শিং মাছ ৫০০ টাকা, তেলাপিয়া মাছ ১৬০ টাকা, বড় কাতল ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের সবজি বিক্রেতা সানি মিয়া বলেন, বাজারে প্রচুর সবজির আমদানি হয়েছে। তাই দামও অনেক কমেছে, বেড়েছে বিক্রি। তবে কাঁচা মরিচ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি করছি।

তিনি বলেন, করলা ৪০ টাকা, নতুন হল্যান্ড আলু ৪০ টাকা, নতুন দেশি আলু ৬০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, লাউ ৪০ টাকা, সিম ৪০ টাকা, বেগুন ২৫ টাকা, গাজর ৫০ টাকা, শশা ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ৮০ টাকা, পেঁয়াজ পাতা ৩০ টাকা কেজি, বরবটি ৫০ টাকা, লেবু ১৫ টাকা, মুলা ১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

ওই বাজারের মুরগি বিক্রেতা পাপ্পু মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়েছে। তবে সাদা কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে।

তিনি বলেন, ব্রয়লার মুরগি ১৫০ টাকা, সোনালী মুরগি ২৭০ টাকা, সাদা কক ২৪০ টাকা, সোনালী ক্রস ২৫০ টাকা, দেশি মুরগি ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে ডিম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ডিমের দামে তেমন ওঠানামা নেই। দেশি মুরগির ডিম ৫৫ টাকা হালি, হাঁসের ডিম ৫০ টাকা হালি, ফার্মের মুরগির ডিম ৩২ টাকা হালি বিক্রি করছি।

শম্ভুগঞ্জ মধ্যবাজারের সাত্তার স্টোরের বিক্রেতা আহসান উল্লাহ বলেন, তেল ডাল আটার দাম বাড়েনি। তবে কেজিতে ৫ টাকা কমেছে চিনির দাম।

 

তিনি বলেন, সয়াবিন তেল ১৬০ টাকা, পামওয়েল ১৪৫ টাকা, কোয়ালিটি ১৫০ টাকা, বোতলজাতকরণ সয়াবিন ১৬০ টাকা, খোলা ৩৫ টাকা, প্যাকেট আটা ৪০ টাকা, চিনি ৭৫ টাকা, দেশি মসুর ডাল ১১০ টাকা, ফুটবল মসুর ডাল ৮৫ টাকা, ভাঙা মসুর ডাল ৮০ টাকা, মাসকলাই ৯৫ টাকা, ভাঙা মাসকলাই ১৩৫ টাকা, ছোলা বুট ৭০ টাকা, মুগডাল ১৩৫ টাকা, অ্যাংকর ৫০ টাকা, বুটের ডাল ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাংস মহালের মাংস বিক্রেতা সবুজ মিয়া বলেন, খাসি ও গরুর মাংসের বাজার কিছুটা চড়া। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

তিনি বলেন, গরুর মাংস ৫৮০ টাকা, খাসির মাংস ৮৪০ থেকে ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাংলা৭১নিউজ/জিকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com