বাংলা৭১নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে মসজিদের ভেতর ঢুকে নামাজরত ইমাম , মোয়াজ্জেমসহ তিন জন মুসুল্লিকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে কী কারণে হামলা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শহরের খানপুর মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঐ মসজিদের ইমাম মোসলেম উদ্দিন, মোয়াজ্জেম মোস্তাফিজুর রহমান এবং অন্যজন মুসল্লি। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আজাদ। তিনি নেত্রকোনা জেলার কলামাকান্দা উপজেলার কৈলাটি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এশার নামাজ চলাকালে পাঁচজন ব্যক্তি রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে নামাজরত মুসুল্লিদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনজনকে কুপিয়ে জখম করা হয়।
রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম । তিনি সাংবাদিকদের জানান, কী কারণে এ হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এন