ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টার মাঝে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা পুডামারা ও ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিল বাড়ি মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার মোজারদি গ্রামের বয়কট নমদাসের ছেলে সিরিস নমদাস (৭০) ও ত্রিশাল উপজেলার বৈলর পারধানীখোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে হেলু মুন্সি (৪৫)।
জেলার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জামালী বলেন, বেলা ১১টার দিকে মুজারদি গ্রামের সিরিস নমদাস পূজার জন্য বিল থেকে ফুল তুলে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা পুডামারা এলাকায় আসতেই ঢাকাগামী একটি বাস পেছন থেকে ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিরিস নমদাস মারা যান।
এ সময় আহত হন ভ্যানচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, সকাল ১০টার দিকে পাড়ধানীখোলা গ্রামের ভ্যানচালক হেলু মুন্সি উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের উকিল বাড়ি মোড়ে ইউটার্ন নিচ্ছিলেন। এসময় ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে সড়ক বিভাজনের উপরে উঠে যায়। এতে ভ্যানচালক হেলু মুন্সি ঘটনাস্থলেই মারা যান।
বাংলা৭১নিউজ/এসএইচবি