বাংলা৭১নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-টেম্পো সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার গাছাতলা গ্রামে আজ সকাল পোনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মাজারুল হক।
পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি মাজারুল হক বলেন, ময়মনসিংহগামী টেম্পোটির সঙ্গে গাছাতলা গ্রামে ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টেম্পোর তিন যাত্রী মারা যান।
পরে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম