রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম মো. ইউসুফ ভান্ডারী (৪০)।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ১৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় একজন অস্ত্রধারী মাদক কারবারি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল বুধবার অভিযান পরিচালনা করে ইউসুফ ভান্ডারীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, তাকে তল্লাশী করে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ১৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ইউসুফ ভান্ডারী রাজধানীর মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহযোগী। সে এবং তার সহযোগীরা ভূমি দখল ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত ছিল।
এছাড়া একাধিক অপরাধে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৪টি মামলার সন্ধান পাওয়া গেছে বলেও জানান এএসপি ফজলুল হক।
বাংলা৭১নিউজ/এসএম