শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

রেফারি সানির শেষ বাঁশি। আর তখনই শুরু কিংসের ফুটবলারদের শিরোপা উল্লাস। আজ (শনিবার) ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-১ গোলে ঢাকা মোহামেডানকে হারিয়েছে। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। 

১৫ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪০। সমান সংখ্যক ম্যাচে কিংসের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের পয়েন্ট ২৮। লিগের বাকি তিন ম্যাচ কিংস হারলে এবং মোহামেডান জিতলেও দু’দলের মধ্যে পয়েন্ট ব্যবধান থাকবে ৩। অর্থাৎ যাই ঘটুক, শিরোপা কিংসের হাতেই থাকছে।

বাংলাদেশ পেশাদার ফুটবল লিগে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন আবাহনী। বসুন্ধরা কিংস ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পদার্পণ করে। এরপর থেকে টানা পাঁচ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। মাঝে একটি আসর করোনার জন্য পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের ফুটবলে স্বাধীনতা পরবর্তী সময়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও টানা পাঁচ শিরোপা জয়ের কৃতিত্ব নেই।

বসুন্ধরা কিংস লিগের শুরু থেকে টেবিলের শীর্ষে থাকলেও তারা অপরাজিত ছিল না। লিগে একমাত্র অপরাজিত দল ছিল কাগজে-কলমে দুর্বল মোহামেডান। কিংস অ্যারেনায় এই মোহামেডানই গত লেগে কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিয়েছে। আজ কিংস অ্যাওয়ে ম্যাচে ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি লিগের শিরোপাও জয় করেছে।

মোহামেডান ম্যাচ হারলেও যথেষ্ট ভালো ফুটবলই খেলেছে। ২-০ গোলে পিছিয়ে পড়ে আলফাজের শিষ্যরা ম্যাচে সমতা আনার চেষ্টা করেছে একেবারে শেষ মিনিট পর্যন্ত। ৬৫ মিনিটে মিনহাজুল রাকিব প্লেসিংয়ে মোহামেডানকে খেলায় ফেরান। এরপর দশ মিনিট মোহামেডান চেপে ধরে কিংসকে। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বিশ্বনাথ ও জনিকে নামিয়ে রক্ষণে জোর বাড়ান। এরপরও মোহামেডানের ফরোয়ার্ডরা সংঘবদ্ধ আক্রমণ করছিলেন। তরুণ গোলরক্ষক মেহেদী হাসান অসাধারণ কয়েকটি সেভ করেছেন, না হলে আজ শিরোপা নিশ্চিত হতো না কিংসের। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ে দ্বিতীয় মিনিটে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে নিশ্চিত গোল সেভ করেন।

দুই গোল হজম করে জেগে ওঠে মোহামেডান। এর আগে অবশ্য কিংসই ম্যাচে প্রাধান্য বজায় রেখেছিল। ম্যাচের শুরুর দিকে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোল মিস করেন। ১৯ মিনিটে গোল করে লিড এনে দেন সেই ডরিয়েল্টনই। প্রথমার্ধে মোহামেডান সমতা আনার চেষ্টা করলেও সেই রকম আক্রমণ করতে পারেনি। উল্টো কিংসই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল।

বিরতির পর কিংস আবার লিড বাড়ায়। এবারও গোলদাতা ব্রাজিলিয়ান ডরিয়েল্টন। তার গোলের যোগানদাতা শেখ মোরসালিন। ৫২ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে থাকায় কিংস খানিকটা নির্ভার ছিল। কিংসের এই নির্ভার সময়ই মোহামেডান আক্রমণ শুরু করে। ৬৫ মিনিটে তাদের হয়ে মিনহাজ গোল করেন। মোহামেডান কিংস অ্যারেনায় কিংসকে হারিয়েছিল তার গোলেই।

মোহামেডানের দুই বিদেশি ফুটবলার মালির সুলেমান দিয়াবাতে ও উজবেক মোজাফফরভ দুই জনই আজ গোলের চেষ্টা করেছেন। মোজাফফরভ তার ট্রেডমার্ক দূরপাল্লার শট নিয়ে ম্যাচে সমতা আনার চেষ্টাও করেছেন বারংবার। ডিফেন্স পরাস্ত হলেও গোলরক্ষক শ্রাবণ ভালো সেভ করেছেন। কিংসের মূল গোলরক্ষক আনিসুর রহমান জিকো আবাহনী ম্যাচে আহত হয়ে মাঠ ছাড়েন। চিকিৎসকের নির্দেশনায় এখনও তিনি বিশ্রামে থাকায়, আজ খেলায়নি কিংস।

গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাঁশি বাজিয়েছেন সায়মন সানি। তিনি বেশ দক্ষতার সাথেই ম্যাচ পরিচালনা করেছেন। প্রথমার্ধেই মোহামেডানের দুই বিদেশি সুলেমান ও মোজাফফরভকে দেখিয়েছেন হলুদ কার্ড। দ্বিতীয়ার্ধে মোহামেডান ম্যাচে ফেরার পর দুই টেন্ট ও খেলোয়াড়দের মধ্যে বাড়তি উত্তেজনা শুরু হয়েছিল। এক কার্ড পাওয়া মোজাফফরভ আবার উত্তেজিত হলেও খেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সানি আরেকটি কার্ড না দিয়ে তাকে সতর্ক করেছেন। কিংস অনেক শক্তিশালী দল হলেও তাদের ডাগআউট মাঝে-মধ্যেই অশান্ত হতে দেখা গেছে এই ম্যাচে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com