বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পানুর নামক স্থানে রবিবার সকাল ১০টার দিকে ইজিবাইকের ধাক্কায় মোঃ ফজর উদ্দিন খান (৭০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামের বাসিন্দা।
নিহতের ভাতিজা হৃদয় জানান, তার চাচা ফজর উদ্দিন খান রবিবার সকাল ১০টার দিকে বাড়ীর সামনে রাস্তায় পায়চারী করার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী আশংকাজনক অবস্থায় ফজর উদ্দিন খানকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বাংলা৭১নিউজ/এবি