মোবাইলে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।
মান্না বলেন, জনগণের তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশেই সরকারের এ নির্দেশনা। বিজয় কিবোর্ড ব্যবহার না করলেও ইনস্টলেই ম্যালওয়্যার (অনুপ্রবেশকারী) ঢুকে যাবে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সরকার বিজয়ের সঙ্গে ইন্টিগ্রেটেড কোনো ম্যালওয়্যার ফোনে ঢুকিয়ে দিলে তা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এভাবে তারা ব্যবহারকারীর সব বিষয়ের ওপর নজরদারি করতে পারবে।
মান্না বলেন, সরকার ইসরায়েলসহ বিভিন্ন দেশ থেকে নজরদারির প্রযুক্তি কিনছে। মূলত, বিরোধীদের তথ্য হাতিয়ে নিতেই বিজয় ইনস্টল করার নির্দেশ জারি করেছে।
এ সময় অবিলম্বে বিটিআরসির বিজয় ইনস্টলের নির্দেশনা বাতিলের দাবি জানান তিনি।