মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর রায়েরবাজারে একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের খালাতো ভাই আনোয়ার হোসেন বলেন, রাসেল মাটিকাটার কাজ করতেন। সকালের দিকে মোবাইলে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সাজেকপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
বাংলা৭১নিউজ/এসএইচ