মুজিববর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সূচি চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মোদির সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
করোনার মহামারির মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার প্রথম কোনো বিদেশ সফরে ঢাকা আসার ঘটনা গত বছর চাঞ্চল্য সৃষ্টি করে কূটনৈতিক মহলে। ধারণা করা হয়, নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সৃষ্ট বরফ গলাতেই ছিল তার সফর।
এরপর ১৭ ডিসেম্বর হয় দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক। সেখানে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় সুস্পষ্ট কিছু প্রস্তাবনা। মার্চ মাসে মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় মোদিকে। তবে সে সফরে আনুষ্ঠানিকতার বাইরেও হবে যোগাযোগ, জ্বালানিসহ বেশকিছু বিষয়ে সমঝোতা।
তবে বরাবরের মতোই বাংলাদেশের আগ্রহের তালিকার শীর্ষে তিস্তা চুক্তি। পররাষ্ট্র সচিবের এবারের দিল্লি সফরে কিংবা মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরে এ বিষয়ে কোনো আগ্রগতি হবে কিনা, বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে বলে জানান সচিব।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘তিস্তার বল তো এখন দিল্লির কোর্টে। আমরা ভারতকে বলেছি, তিস্তার ব্যাপারে অমরা অবশ্যই একটা সুখবর শুনতে চাই। আমরা অবশ্যই চাইব যে তারা যত দ্রুত এটার ব্যাপারে আমাদের একটা সুরাহা করে দেয়।’
আগামি ২৯-৩০ জানুয়ারি দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিবের এ দিল্লি যাত্রা।
বাংলা৭১নিউজ/এমএস