ষষ্ঠ চালানে মোংলা বন্দরে আসা মেট্রোরেলের মালামাল খালাস কাজ শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে খালাস শুরু হয়। খালাস হওয়া মালামাল নৌপথে ঢাকার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।
এর আগে, শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে নয় নম্বর জেটিতে নোঙর করে পানামা পতাকাবহী ‘এম ভি ব্রাইট কোরাল’ জাহাজ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এই জাহাজে চার বগি ও দুই ইঞ্জিন ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ মেট্রিক টনের সরঞ্জামও রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জাহাজে থাকা সব মালামাল খালাস করে নৌপথে ঢাকায় পাঠানো হবে। এরই মধ্যে বেশকিছু মালামাল খালাস করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আজ পর্যন্ত ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।