বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় প্রাণ গেল মা শম্পা খাতুন’র (২৫) । এ সময় তার ছোট মেয়ে সেতু (৩) মারাত্মক আহত হয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাজারে। নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূর্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।
নাভারণ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক পলিটন মিয়া জানান, শম্পা ইজিবাইকযোগে তার ছোট মেয়ে সেতুকে ডাক্তার দেখাতে বাগআঁচড়া বাজারের খ্রিস্টান বাড়ি মোড়ে এসেছিলেন। ইজিবাইক থেকে নেমে ভাড়া দেয়ার সময় তার মেয়ে সেতু অসাবধানতাবসত প্রধান সড়কে চলে যায়।
এ সময় সাতক্ষীরাগামী একটি নসিমন আসতে দেখে মা মেয়েকে বাঁচাতে ছুটে গেলে ওই নসিমনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস