বাংলা৭১নিউজ,ডেস্ক: ফেসবুক মেসেঞ্জারে আপনি যদি কাছের বন্ধুর কাছ থেকে ‘সারপ্রাইজ মেসেজ’ এর কোনো লিংক পান, তাহলে ক্লিক করার আগে সাবধান হোন।
সম্প্রতি হ্যাকাররা ‘I am send you a surprise message. Open this’ নামক একটি মেসেজের মধ্যে ভাইরাসযুক্ত লিংক যুক্ত করে ফেসবুক ছড়িয়েছে, ক্ষতিকর এই লিংকটি ব্যবহারকারীরা পাচ্ছেন তাদের কোনো বন্ধুর মাধ্যমে। বন্ধুর কাছ থেকে লিংক আসায় অনেকেই লিংকটিতে ক্লিক করছে এবং ভোগান্তির মুখে পড়ছে।
এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, ফেসবুক মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি চক্র মেসেজ দিয়ে ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে এ রকম মেসেজ পাঠানো হচ্ছে।
সুতরাং আপনি যদি এ ধরনের মেসেজ পেয়ে থাকেন, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে, তা ডিলেট করে ফেলা।
বাংলা৭১নিউজ/সি এইস