মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, চালকের গ্রেফতার দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২ চিকিৎসাধীন শিশু জিহাদকে মামার জিম্মায় দেওয়ার নির্দেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় পবা-মোহনপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত সিটি টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিলো নগদ গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার কাজ করা উচিত: ফখরুল নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ জাল ও পোনাসহ ৫৪ জন আটক এনবিআর-কাস্টমসে হয়রানি, মন্ত্রিসভায় তুলবেন নানক ডোনাল্ড লুর সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতির প্রসঙ্গ তোলা হবে রাতে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড পদ্মা সেতুর সমালোচকদের ভুল স্বীকার করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

মেসির হ্যাটট্রিকে সরাসরি বিশ্বকাপে আর্জেন্টিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের বাঁচা-মরার ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। জাদুকরি পারফরম্যান্সে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে ৩-১ ব্যবধানের জয়ে আর্জেন্টিনাকে সরাসরি রাশিয়া বিশ্বকাপে নিয়ে গেছেন বার্সেলোনা এ সুপারস্টার।

ইকুয়েডরের কিটোতে সবশেষ ১৬ বছর আাগে জয় পেয়েছিল আর্জেন্টিনা। পর্বতসম প্রায় ৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় খেলতে গিয়ে রীতিমত হার মানতে হয় অতিথি খেলোয়াড়দের। এত বেশি উচ্চতায় খেলতে গেয়ে বাতাসের চাপ কম থাকায় অক্সিজেনের অভাবে সমস্যায় পড়েন বিদেশি খেলোয়াড়রা। কিন্ত নিজেদের টিকে থাকার ম্যাচে যেন সব কিছুকেই পায়ে ঠেলে দিলেন মেসি-ডি মারিয়ারা। নিজের চওড়া কাঁধে একাই আর্জেন্টিনাকে এনে দিলেন রাশিয়া বিশ্বকাপের টিকিট।

আজকের মাচে হেরে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বাদ পড়লে নিশ্চয়ই পানসে হয়ে উঠতো রাশিয়া বিশ্বকাপের আসর। কিন্তু সেটা হতে দিলেন না মেসি। গতআসরের রানার্সআপ আর্জেন্টিনাকে একাই জয় উপহার দিলেন তিনি। এর মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব আবারও জানান দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লেও বল মাঠে গড়ানোর ১ মিনিটের মধ্যেই স্বাগতিক দলের ইবারার গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের শুরুতেই গোল হজম করেও হতাশ হয়নি সফরকারীরা। ম্যাচের ১২ মিনিটেই মেসির প্রথম গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। মেসি বল কাটিয়ে বল বাড়ালেন বাঁ প্রান্তে থাকে অ্যাঙ্গেল ডি মারিয়া দিকে। দারুণ বোঝাপড়ায় ওয়ান-টু। ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বলে বক্সের ভেতর থেকে সেই চেনা বাঁ পায়ের শট। গোল করেই বল নিয়ে সোজা মাঝপথে ছুটে এলেন মেসি।

দ্বিতীয় গোলটিতে নিজের সেরাটা আবারও জানান দিলেন মেসি। ম্যাচের ২০ মিনিটে ইকুয়েডর ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাঁ প্রান্তে ঢুকে জোরালো মাপা শটে ক্রসবারের নিচ দিয়ে স্বাগতিকদের পাঠালেন জালে মেসি। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে আর্জেন্টাইন সমর্থকরা।

এরপর ম্যাচের ৩২ মিনিটে গোলের দারুণ এক সুযোগ মিস করেন দারুণ খেলতে থাকা ডি মারিয়া।বিশ্রাম শেষে ম্যাচের ৬২ মিনিটে বক্সের মাথায় বল পেয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক গোলটি পেয়ে গেলেন মেসি।

বার্সেলোনার জার্সিতে ৩৯টি হ্যাটট্রিক করেছেন। কিন্তু আর্জেন্টনার জার্সিতে মেসির চতুর্থ হ্যাটট্রিকটি যে নিজেদের স্বপ্ন সত্যি হওয়ার। ১৯৭০ সালের পর আর্জেন্টনার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার যে শঙ্কা তৈরি হয়েছিল পবর্তমালায় খেলতে গিয়ে মেসির এ হ্যাটট্রিক আর্জেন্টিনার কোটি ভক্তদের বিশ্বকাপের টিকিট উপহার দিল।

বাংলা৭১নিউজ/সিএইসযৃপ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com