শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

মেলায় মাহবুব মোর্শেদের ‘তোমারে চিনি না আমি’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: শুরুতেই একুশে বইমেলায় এলো কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদের উপন্যাস ‘তোমারে চিনি না আমি’। প্রকাশ করেছে আদর্শ। মেলায় ৩২৬, ৩২৭, ৩২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

২০৮ পৃষ্ঠার উপন্যাসটির দাম রাখা হয়েছে ৩৮০ টাকা। মেলায় ২৫% ছাড়ে এবং রকমারিতে ২৭% ছাড়ে বিক্রি হচ্ছে ২৭৭ টাকায়।

লেখক জানিয়েছেন, এটি প্রজন্মের গল্প। কবিতা, প্রেম ও বিপ্লব ঘিরে জমে উঠেছে এর কাহিনি। ‘পাশের মানুষ- এমনকি কাছের মানুষটিকে চিনতে পারছি না আমরা। শেষ পর্যন্ত চিনতে পারছি না নিজেকেও। কেউ কাউকে চিনতে দিচ্ছি না। সর্বত্র যেন অলঙ্ঘনীয় দেয়াল, অমোচনীয় নিষ্ক্রিয়তা। হন্যে হয়ে খুঁজে ফিরছি প্রেম; সে প্রেম হয়তো ধরাছোঁয়ার মধ্যেই আছে- একটু মমতা দিয়ে বুঝে নিতে পারছি না। লিখতে চাইছি কবিতা- কিন্তু সেই প্রগাঢ় অভিবিবেশ নেই জীবনে। উপমা ও উত্‌প্রেক্ষার পেছনে একটা নীরব বিকেল খরচ করার সময়টুকুও নেই। বিপ্লব প্রয়োজন- কিন্তু নেই ঘুরে দাঁড়াবার স্পর্ধা ও সাহস। জীবনকে বিপন্ন করার দীক্ষা নেই, নেই বেরিয়ে পড়ার শক্ত প্ররোচনা।

‘তোমারে চিনি না আমি’ এক স্থবির সময়ের গল্প। আত্মআবিষ্কারের বেদনাদায়ক দলিল। উত্তর বাংলার এক বিশ্ববিদ্যালয় শহরে শুরু হয়ে এ উপন্যাস প্রদক্ষিণ করে এসেছে একটি প্রজন্মের মানসপট। একাধারে এ গল্প ব্যক্তি মানুষের এবং নৈর্ব্যক্তিক ইতিহাস।

মাহবুব মোর্শেদের প্রথম উপন্যাস ‘ফেস বাই ফেস’। ‘ব্যক্তিগত বসন্তদিন’ ও ‘দেহ’- গ্রন্থের গল্পগুলোর মতো ‘ফেস বাই ফেস’ ও ‘অর্ধেক জাগ্রত রেখে’ উপন্যাসে পাঠক খুঁজে পেয়েছেন অতিপরিচিত পরিপা‍র্শ্বের অচেনা বিবরণ। পরিচিত ঘটনাবলী তার গল্পে আসে নতুন আবিষ্কার, চমক আর বুননে সজ্জিত হয়ে। স্বতঃস্ফূর্ত গল্পের জগত্‌ হয়ে ওঠে রহস্যময়। মাহবুবের গল্প সবসময়ই আকর্ষক, স্বাগত জানাবার জন্য প্রস্তুত। গদ্য সহজ, কিন্তু দ্ব্যর্থকতায় ভরপুর ইশারা আর পরিহাসে ঠাসা।

লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন প্রত্নতত্ত্ব নিয়ে।

তার প্রকাশিত বই: ব্যক্তিগত বসন্তদিন, গল্পগ্রন্থ, ফেস বাই ফেস, উপন্যাস, দেহ, গল্পগ্রন্থ, অর্ধেক জাগ্রত রেখে, নভেলা, গুরু ও চণ্ডাল, স্মৃতিগ্রন্থ, বস্তুপৃথিবীর রহস্য, কবিতা-ইবুক।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com