জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ