শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

মেন্ডিসের ব্যাটে শ্রীলঙ্কার প্রতিরোধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।

প্রথম দিন, দ্বিতীয় সেশন

শ্রীলঙ্কা: ৫৩ ওভারে ১৫৫/৩।

ব্যাট: কুশল মেন্ডিস (৮০) ও গুনারত্নে (২৪) ।

আউট: দিনেশ চান্দিমাল (৫), দিমুথ করুনারত্নে (৩০), উপুল থারাঙ্গা (৪)।

মেন্ডিসের ফিফটি: ওপেনারদের ব্যর্থতার দিনে ওয়ানডাউনে নেমে শ্রীলঙ্কাকে টানছেন ‍কুশল মেন্ডিস। শুভাশীষের নো বলের সুযোগে লাইফ পেয়ে লঙ্কানদের হয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ইনিংসের ৪৩ ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজের লেগ স্টাম্পের বল বাউন্ডারী পাঠিয়ে ফিফটি তুলে নেন মেন্ডিস। ৭টি চারের সাহায্যে ফিফটি পূরণ করতে ৯৯ বল খেলেন তিনি।

চান্দিমালকে ফেরালেন মুস্তাফিজ: কুশল মেন্ডিসের সঙ্গে জোট বেঁধে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন দিনেশ চান্দিমাল। ধীরগতিতে ৫৪ বলে মাত্র ৫ রান নিয়ে পিচ ও বোলারদের বুঝতে চেয়েছিলেন চান্দিমাল। কিন্তু মুস্তাফিজের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লে মেন্ডিস ও চান্দিমালের ৩২ রানের জুটি ভাঙে।

প্রথম সেশনে ২ উইকেট: প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান যোগ করে শ্রীলঙ্কা। একটি করে উইকেট নেন শুভাশীষ রায় ও মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় আঘাত মিরাজের: ইনিংসের ২৩তম ওভারে শ্রীলঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফ স্পিনারের বল দিমুথ করুনারত্নের ব্যাটের কানা ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭৬ বলে ৩০ রান করেন করুনারত্নে। শ্রীলঙ্কার স্কোর তখন ২ উইকেটে ৬০।

টানা দুই উইকেটের সুযোগ হারালেন শুভাশীষ: উপল থারাঙ্গাকে বোল্ড করার পরের বলেই আরেকটি উইকেটের সুযোগ পান শুভাশীষ। তার প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান বোলার কুশল মেন্ডিস। কিন্তু নো বলের কারণে এ যাত্রায় বেঁচে যান মেন্ডিস।

শুভাশীষের বলে বোল্ড থারাঙ্গা: লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন শুভাশীষ রয়। ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই উপল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। নিজের প্রথম ওভারেই এ সাফল্য পেলেন শুভাশীষ।

বাংলাদেশ দলে তিন পেসার: ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজের সঙ্গে এই টেস্টে পেস আক্রমনে থাকছেন তাসিকন আহমেদ ও শুভাষীস রয়। অন্যদিকে স্পিনে রয়েছেন সাকিব আল হাসান সহ দুই স্পিনার।

প্রথম টেস্টের ভেন্যু গল বলে একটু বেশিই আত্মবিশ্বাসী বাংলাদেশ। বাংলাদেশ সর্বোচ্চ ১৯৬ ওভার ব্যাটিং করে ৬৩৮ রান তুলে এই ভেন্যুতে। ওই ম্যাচেই মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরির স্বাদ পান, মোহাম্মদ আশরাফুল ১৯০ ও নাসির হোসেন অভিষেক সেঞ্চুরির ইনিংস খেলেন। অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচটি ড্র করে বাংলাদেশ। যদিও সব মিলিয়ে ১৬ ম্যাচের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। ২টি ড্র হয়েছে। তবে সম্প্রতি নিজেদের পারফরম্যান্সে এবার জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সুভাশীষ রয়।

শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ(অধিনায়ক), দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com