ভারত থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
ফাটল দেখা দেয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আরও বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঁধের ভাঙা স্থানগুলো দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে ফুলগাজী সদর ইউনিয়নের গ্রামগুলোতে। গত তিন মাসের আগের প্লাবনের ক্ষত শুকোতে না শুকোতেই আকস্মিক এ বন্যায় দিশেহারা হয়ে পড়ছেন এলাকার মানুষ। বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর ভেসে যাচ্ছে। এদিকে মুহুরী নদীর পানি বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ভারত থেকে নেমে আসা পানির প্রবল চাপে ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড উত্তর দৌলতপুর এলাকার মোহাম্মদ উল্লাহর বাড়ির পাশে ভাঙন দেখা দেয়। ফুলগাজী বাজারের পশ্চিম অংশে শ্রীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে ফুলগাজী সদরের মূল সড়কও পানির নিচে তলিয়ে গেছে। পানির চাপ থাকায় ইউনিয়নের মহুরী নদী সংলগ্ন ঘনিয়ামোড়া ও দৌলতপুর এলাকার আরও কয়েকটি স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, পানি নেমে গেলে দায়সারাভাবে বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। ফলে মুহুরী নদীতে পানির চাপ একটু বাড়তেই সেই বাঁধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।শনিবার পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিনকে এ ব্যাপারে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ কেটে দেন।
বাংলা৭১নিউজ/এএম