বাংলা৭১নিউজ, ডেস্ক: বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ানের হার না মানা ৪৭ রানের ওপর ভর করে আইপিএলের নবম আসরের পঞ্চম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ গুজরাট লায়ন্সের দেয়া ১২৬ রানের সহজ টার্গেট ইনিংসের এক ওভার হাতে রেখেই টপকে যায় মুস্তাফিজের দল। এই মামূলি টার্গেট তাড়া করতেই অবশ্য তাদের খোয়াতে হয় ৫ উইকেট।
শুক্রবারের একমাত্র এ ম্যাচে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে একাই জয়ের বন্দরে নিয়ে যান শিখর ধাওয়ান। ৪০ বলের ইনিংসে তিনি ৬টি চারের সাহায্যে করেন ৪৭ রান। গুজরাটের পক্ষে বল হাতে দুটি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি ও ক্যারিবিয়ান অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো।
এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে গুজরাট লায়ন্স। শুরু থেকেই মুস্তাফিজ-ভুবেনেশ্বরদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রানে গুটিয়ে যায় সুরেশ রায়নার দল।
গুজরাটের পক্ষে অ্যারঞ্জ ফিঞ্চ ছাড়া ব্যাট হাতে সবাই ছিলেন ব্যর্থ। ৪২ বল মোকাবিলায় ৩টি চার ও এক ছক্কায় ৫১ রান করেন ডানহাতি এ অস্ট্রেলিয়ান। অধিনায়ক সুরেশ রায়না করেন ২০ রান।
হায়দ্রাবাদের পক্ষে বল হাতে ভারতের ভুবেনেশ্বর কুমার ও বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ নেন ২টি করে উইকেট। ২ উইকেট নেয়ার পাশাপাশি ৪ ওভার হাত ঘুরিয়ে মুস্তাফিজ রান দেন মাত্র ১৭।
বোলিংয়ে এতো ভালো নৈপূণ্য দেখানোর পরও ভাগ্য সহায় ছিল না মুস্তাফিজের। সমান উইকেট এবং বেশি রান দেয়া সত্ত্বেও এদিন সেরা খেলোয়াড়ের খেতাবটি যায় ডানহাতি পেসার ভুবেনেশ্বরের পক্ষে।
বাংলা৭১নিউজ/সি