রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, চুক্তি চলতি বছরই ২য় ধাপের উপজেলা নির্বাচনে মাঠে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ পেলেন ৭ উদ্যোক্তা ২৪ ঘণ্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

মুশফিকের যুদ্ধ-জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: তিন অঙ্ক ছোঁয়ার পর তাঁর মুখে যে হাসিটা দেখা যায়, সেটি আজ দেখা গেল কোথায়! কাগিসো রাবাদাকে শর্ট কাভারে ঠেলেই দ্রুত দুই রান নিয়ে মুশফিকুর রহিম হেলমেট খুললেন, ব্যাট উঁচিয়ে ধরলেন। কিন্তু সেঞ্চুরির পর তাঁর মুখাবয়বে সেই চিরচেনা উচ্ছ্বাসের ঢেউটা কোথায়!

অথচ উদ্‌যাপনটা বড় হতেই পারত। উপলক্ষটাও যে বড় ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মুশফিকের ১১০ রানের এ ইনিংস দিয়ে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই ওয়ানডেতে সেঞ্চুরি হয়ে গেল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ তাদের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ডও গড়তে পেরেছে।

চাপের মুখে কী এক দুর্দান্ত ইনিংসই না খেললেন মুশফিক। বাংলাদেশের পুরো ইনিংসে আর কারও ফিফটি নেই। ত্রিশই পেরোতে পেরেছেন একজন। বাংলাদেশের পুরো ইনিংসটা মুশফিকে ঘিরে আবর্তিত হলো।

গত কদিন বড় ঝড়ই গেছে মুশফিকের ওপর। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারের পরই নানা ঘটনায় জেরবার বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে মুশফিকের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড়টা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। কেন টানা দুই টেস্টে টস জিতে ফিল্ডিং নিলেন? কেন সংবাদমাধ্যমের সামনে নিজের বোলারদের ধুয়ে দিলেন? কেন প্রোটিয়াদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ? কেন টিম ম্যানেজমেন্টের বিতর্কিত সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন? তাঁর দিকে কত প্রশ্ন ধেয়ে গেছে এ কদিনে। বিসিবি সভাপতি নাজমুল হাসান তো বলেই দিলেন, ‘দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছেন মুশফিক’!

সিরিজের আগেই গ্লাভস জোড়া মুশফিককে তুলে দিতে হয়েছে লিটন দাসের হাতে। পরে তো তাঁর অধিনায়কত্ব নিয়েই উঠেছে জোর প্রশ্ন। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। তবে নিশ্চিত এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন কঠিন পরিস্থিতিতে মুশফিককে কখনো পড়তে হয়নি। শুধু দক্ষিণ আফ্রিকার কন্ডিশন কিংবা শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেই নয়, তাঁর লড়াই ছিল জেঁকে বসা বিষম চাপের বিপক্ষেও।

মাঠের বাইরে যা-ই হোক, ২২ গজে অন্তত চাপে ভেঙে না পড়ার মানসিকতায় মুশফিক বরাবরই ‘এ প্লাস’ পেয়েছেন। আজও সেটির ব্যতিক্রম হয়নি। রাজ্যের চাপ আর অনাকাঙ্ক্ষিত সব বিতর্ক থেকে মুক্তির পথ হিসেবে মুশফিক বেছে নিয়েছেন ২২ গজকে। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো সংস্করণে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শুধু সেঞ্চুরিই পাননি মুশফিক, ঘিরে ধরা রাজ্যের চাপ-বিতর্ক থেকে বেরিয়ে স্বস্তিতে নিশ্বাস নেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com