চতুর্থ জুটিতে মুশফিকুর রহিম ও কাইল মায়ার্সের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। মুশফিকের ঝোড়ো ফিফটিতে ৬ উইকেটে ১৮৩ রান করেছে তামিম ইকবালের দল। অর্থাৎ জিততে হলে সিলেট স্ট্রাইকার্সকে করতে হবে ১৮৪ রান।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলেন দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। তবে বেশিক্ষণ টিকে থেকে খেলতে পারেননি তারা। তামিম ১৯ রানে আর আহমেদ ১১ বলে ১৭ রান করে ফেরত যান। ভালো করতে পারেননি সৌম্য সরকারও। ৮ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি।
এরপরেই মূলত, খেলার পরিস্থিতি বদলে দেন মুশফিকুর রহিম ও কাইল মায়ার্স। ঝোড়ো ব্যাটিং করে ৪৮ বলে ৮৪ রানের দুর্দান্ত জুটি করেন তারা। তবে এদিন ২ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে মায়ার্সকে। ৩০ বলে ৪৮ রানের মাথায় লেগসাইডে ছক্কা হাঁকাতে গেলে বল গ্লাভসে লাগে এই বাঁহাতি ব্যাটারের। এতে লেগবিহাইন্ড অঞ্চলে ক্যাচ হন তিনি।
মায়ার্স ফিফটির আক্ষেপে পুড়লেও মুশফিক ঠিকই ফিফটি করে ফেলেন। ডানহাতি এই ব্যাটারের ইনিংস থামে ৩২ বলে ৫২ রানে গিয়ে। অপ্রত্যাশিত রানআউটের আগে ৩ চার আর ৩টি ছক্কা হাঁকান তিনি।
শেষ দিকে পুঁজি বাড়াতে অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ। ১২ বলে ১২ রান করেন মাহমুদুল্লাহ। ৭ বলে ১৫ রান আসে মিরাজের ব্যাট থেকে। এতেই বরিশালের স্কোরকার্ডে লেখা হয় ১৮৩ রান।
বাংলা৭১নিউজ/এসএইচ