বাংলা৭১নি্উজ, ডেস্ক : একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করেছে মাশরাফি বিন মুর্তজার দল।
কবহ্যাম ওভাল ওয়াঙ্গারেইয়ে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ দেরীতে শুরু হয়। ৭ ওভার কমে ৪৩ ওভারে ম্যাচ নেমে আসে।
দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ ও সৌম্য সরকার ৪০ রান করেন। তবে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১ রানে তামিম ইকবাল সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দুই বাঁহাতি ব্যাটসম্যান দেখেশুনে ধীরগতিতে রান তুলে দলের পুঁজিকে বাড়াতে থাকেন। ইমরুল কায়েস ৩৬ রানে ফিরে যাওয়ার পর সৌম্য সরকার ৪০ রানে সাজঘরে ফিরেন। দেশের মাটিতে রান খরায় থাকলেও বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন সৌম্য সরকার। নিশ্চিতভাবেই প্রস্তুতি ম্যাচের এ পারফরম্যান্স মূল মঞ্চে ভালো করতে আত্মবিশ্বাস বাড়াবে।
ইমরুল ও সৌম্যর পর ব্যাট হাতে রানের দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। দ্রুত ৪৩ রান তুলে নেন ব্যাট হাতে দারুণ সময় পার করা মাহমুদউল্লাহ। এরপর টিম ম্যানেজম্যান্ট তাকে উঠিয়ে মুশফিকুর রহিমকে মাঠে নামান। টেস্ট দলপতি মুশফিকুর রহিমও হতাশ করেননি। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান। এছাড়া সাকিব আল হাসান ২৩, মাশরাফি ২১ রান করেন।
আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান,সাব্বির রহমান,তাসকিন আহমেদ,রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর হায়দার।
নিউজিল্যান্ড একাদশ : রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোলম্যাকোনহি, কোল ম্যাকোনচি, বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।
বাংলা৭১নি্উজ/এন