বাংলা৭১নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারীর সমর্থক মামুনের বাড়ি থেকে শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বিস্ফোরক রাখার অভিযোগে মামুনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ২ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে মামুনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।
মুন্সীগঞ্জের জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, রাত সাড়ে ৩টায় অভিযান শেষ হয়েছে।
আগামী ২৮ মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোল্লাকান্দি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/পি