মুন্সিগঞ্জের গজারিয়ায় জুট মিলের পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা হোসেন্দি ভবানীপুর এলাকায় আনোয়ার জুট মিলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার রামগঞ্জ বিলাসী গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (১৯) ও একগ্রামের আবু তাহের তালুকদারের ছেলে মো. আব্দুর রহিম মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই কারখানার অভ্যন্তরে একটি পুকুরে দুই শ্রমিক গোসলে নামেন। এসময় ওই পুকুর থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হচ্ছিলো। বিদ্যুৎ সংযোগের তার পানিতে পড়লে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ