বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাসের কারণে এবার মুদ্রণ বন্ধ করা হলো দৈনিক বাংলাদেশের খবর। আগামীকাল থেকে পত্রিকাটি আর প্রকাশ হবে না। আজ সোমবার পত্রিকাটির পক্ষ থেকে এই ঘোষনা দেওয়া হয়েছে ওই পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মচারিদের উদ্দেশ্যে। তবে পত্রিকার অনলাইন চালু থাকবে বলে ওই পত্রিকায় কর্মরত একজন জানিয়েছেন। এটি ছাড়াও আজ ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট ছাপানো সাময়িকভাবে বন্ধেরও ঘোষনা দেওয়া হয়।
এদিকে, এই ঘোষনার ফলে মঙ্গলবার থেকে বাংলাদেশের খবর পত্রিকাটি ছাপানো সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। এ ব্যপারে ওই পত্রিকায় কর্মরত সিনিয়র রিপোর্টার আফজাল বারী তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন, ‘করোনাভাইরাসে সাংবাদিক-কর্মচারিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দৈনিক বাংলাদেশের খবর-এর্ মুদ্রণ সংস্করণ আজ থেকে সাময়িকভাবে স্থগিত করা হলো।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পত্রিকাটি সাময়িক প্রকাশনা বন্ধ করে দিলেও সেখানে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। এই বেতন কিভাবে পরিশোধ করা হবে, সে সম্পর্কে কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না নিয়েই পত্রিকাটির প্রকাশনা বন্ধ করার মাধ্যমে সেখানে কর্মরতদের এই দু:সময়ে আরও অনিশ্চিয়তার দিকে ঠেলে দিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গোটা দেশ লকডাউনের আওতায় চলে যাওয়া এবং সংবাদপত্র ছাপা ও সরবরাহে সঙ্কট তৈরি হওয়ায় ইতোমধ্যেই দৈনিক মানবজমিন, আলোকিত বাংলাদেশ ও দৈনিক জনতা তাদের প্রিন্ট ভার্সন বন্ধ করে দিয়েছে। এই তিনটি পত্রিকা শুধুমাত্র তাদের অনলাইন কার্যক্রম চালু রাখার ঘোষনা দেয়। সর্বশেষ ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট ও বাংলাদেশের খবর পত্রিকাটি আজ তাদের প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়ার ঘোষনা দিল।
বাংলা৭১নিউজ/এসএইচ