বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা চরে এক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার পর লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
একদল দুর্বৃত্ত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই আওয়ামী লীগ নেতার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। হামলাকারীরা নারীদের গায়েও হাত তোলে বলে অভিযোগে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মাষ্টারের ছেলে শহিদুল ইসলাম রনির সঙ্গে ঘোড়াপাখিয়া ইউনিয়নের দুখুর মোড় এলাকার মৃত বাবলুর রহমানের মেয়ে মমতাজ খাতুনের বিয়ে হয় বছর দুয়েক আগে।
কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় দুই পরিবারের সম্মতিতে মীমাংশার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে মেয়ে পক্ষ আদালতে একটি মামলাও করেন। অভিযোগে জানা গেছে, শনিবার দুই পক্ষের লোকজনের একত্রে বসে বিষয়টি মীমাংষার দিন ধার্য ছিল। কিন্তু শনিবার সকালে মেয়ে পক্ষের লোকজন লাঠি সোটা ও ধারালো অস্ত্রসহ নিয়ে দক্ষিণ পাঁকার চরে ছেলের বাবা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ইসমাইল মাষ্টারের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির ভেতরে ঢুকে মুল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।
বাক্স খুলে মেয়েদের গয়না গাটি ও টাকা পয়সা লুট করে। এসময় বাড়ীর মেয়েদেরও মারধর করে বলে প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ সদস্য শরিফুল ইসলাম জানান। এমনকী হামলাকারীরা গরু ছাগলও লুট করার চেষ্টা করেছিলেন।
এলাকার লোকজন তাদের প্রতিহত করে। ইসমাইল মাষ্টার অভিযোগে বলেন, হামলাকারীরা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঘোড়াপাখিয়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, আমরা দক্ষিণ পাঁকার চরে ইসমাইল মাষ্টারের বাড়িতে গিয়েছিলাম ছেলে-মেয়ের বিষয়টি আপোষ মীমাংষা করতে। যে কোনো কারণে হোক বিষয়টি শেষ পর্যন্ত মীমাংষা হয়নি।
তবে মুক্তিযোদ্ধা ইসমাইল মাষ্টারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। হামলা ও লুটপাট সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ইসমাইল মাষ্টারের ছেলে এসএম জুয়েল বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস