অং সান সু চি ও তার সরকারের সঙ্গে এক রকম উত্তেজনা শেষে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারে হঠাৎ এই সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে কী ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য কড়া নজরদারি চালানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এখন আর ওই সীমান্ত দিয়ে কেউই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যারা আগে প্রবেশ করেছে তারা তো আছেই।
বাংলা৭১নিউজ/এমএস