বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচা শেখ নাদির হোসেন লিপু স্বস্ত্রীক দেশের দুগ্ধশিল্পের রাজধানী ও কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী বাথান এলাকা আজ (সোমবার) পরিদর্শণ করেছেন।
সকালে মিল্কভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু স্বস্ত্রীক শাহজাদপুর এসে পৌঁছালে মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত যুবলীগ নেতা রাজীব শেখ শত শত মোটর সাইকেল শোভাযাত্রা ও সহস্রাধিক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সমবায়ীদের নিয়ে মিল্কভিটা’র বাঘাবাড়ী কারখানায় চেয়ারম্যানকে স্বস্ত্রীক নিয়ে যান এবং কোর্ডায়াল রিসিপশান প্রদান করেন।
দুপুরে স্বস্ত্রীক মিল্কভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু রেশমবাড়ী বাথান এলাকা পরিদর্শণ গেলে সেখানে ধলাই কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে মিল্কভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও তার সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানাকে উষ্ণ সংবর্ধণা প্রদান করা হয়। ধলাই কেন্দ্রীয় সমিতির সভাপতি ও মিল্কভিটা’র পরিচালক আব্দুস সামাদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধণা সভায় প্রধান অতিথি ছিলেন, মিল্কভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
বিশেষ অতিথি ছিলেন, মিল্কভিটা’র চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানা, মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর চৌকি আদালতের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ তসলিম আরিফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক, সিনিয়র সহকারী জজ তোফাজ্জ্বল হক মৃধা, স্পেশাল পিপি (নারী ও শিশু) ও স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তারুণ্যদীপ্ত যুবলীগ নেতা রাজীব শেখ প্রমূখ। সংবর্ধণা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বাথান এলাকা পরিদর্শনকালে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমবায়ীদের খোঁজ খবর নেন। এক প্রশ্নের জবাবে মিল্কভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বাংলা৭১নিউজ’কে বলেন,”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটাকে ইতিমধ্যেই আমরা লাভজনক প্রতিষ্ঠানে উপনীত করতে সক্ষম হয়েছি। মিল্কভিটার পণ্য বাজারের সেরা ব্রান্ডের স্বীকৃতি লাভ করেছে।দেশের দুগ্ধশিল্পের উন্নয়নে ও সমবায়ী গো-খামারীদের ভাগ্যোন্নয়ণে বহুমূখী পরিকল্পনা গ্রহন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আর শাহজাদপুরবাসী অভূতপূর্ব যে সংবর্ধনা দিলেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ”
বাংলা৭১নিউজ/জেএস