বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে রবিবার রাতে রশিদ অটো রাইস মিলের ভিতরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহান (১৭) নামে মিলে কর্মরত এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। মিলের ভেতরে অতিরিক্ত গতিতে ট্রাক চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কর্মরত শ্রমিকেরা।
নিহত সোহান গড়মাটি কলোনীর আব্দুল জলিলের ছেলে। শ্রমিকরা জানান, রবিবার রাত আটটার দিকে মিলের ভেতর থেকে চাল ভর্তি একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২২৩৯) দ্রুতগতিতে বের হয়ে মহাসড়কের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি মিলে কর্মরত শ্রমিক সোহানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বাংলা৭১নিউজ/জেএস