টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রবাসী সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা ভূইয়াপাড়া দিঘলচালা প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই খাদ্য সামগ্রী বিতরণ করে।তাদের দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি পোলার চাউল, ১ কেজি ছুলা, ১ কেজি লবণ ও একটি সেমাই প্যাকেট।
সংগঠনের নেতা সিঙ্গাপুর প্রবাসী সুলতান মাহমুদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, রাসেল মিয়াসহ অন্যরা জানান, করোনা মহামারির কারণে গ্রামের দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সামনে ঈদুল। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে প্রবাস থেকেও এই আয়োজন।
খাদ্যসহায় বিতরণকালে গ্রামের মুরব্বিতের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ামত আলী মাতাব্বর, শহীদ ভূইয়া, আবদুর রহিম ভূইয়া, সুলতান মিয়া, মিয়াচান মিয়া, জাকির হোসেন ভূইয়া, আলী আকবর ভূইয়া ওশিপন খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলা৭১নিউজ/এমকে