বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সান্তাহারে রেলের ওয়াহেদ বক্স মিনালয়াতনে রাখা পুরানা কাপরে আগুন ধরে ব্যাপক ক্ষতিধান হয়েছে বলে জানাগেছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টারদিকে শহরের রেলওয়ে ওয়াহেদ বক্স মিনালয়তনে রাখা পুরান কাপড়ে হটাৎ করে আগুন ধরে জ্বলতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ঘন্টাকাল চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় লক্ষাধিক টাকার কাপড় পুড়ে ছাই হয়ে যায় এবং রেলের ওয়াহেদ বক্স মিনালয়াতনেরও সেলিং,টিনসহ বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রেলের স্থানীয় একটি সুত্র জানান, রেলের ওয়াহেদ বক্স মিনালয়াতন পরিচলানা কমিটির নিকট থেকে দুইজন ব্যবসায়ী ভাড়া নিয়ে সেখানে পুরাতন কাপড় রেখে আসছিল বলেই এদুর্ঘটনা ঘটেছে।
বাংলা৭১নিউজ/জেএস