নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়াও কমিশনের প্রায় ২০ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের প্রায় ২০ জন লোক করোনায় আক্রান্ত। আজ কমিশনের সচিব আসতে পারেননি, অসুস্থ। তাকে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত। এনআইডির ডিজি করোনায় আক্রান্ত।
তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূরুজ্জামান তালুকদার করোনায় আক্রান্ত। এ রকম সিনিয়র অফিসারসহ প্রায় ২০ জন এখনো করোানায় আক্রান্ত।
দুই বছর ধরে এমন অবস্থা চলছে জানিয়ে কে এম নূরুল হুদা বলেন, এর মধ্যেও আমরা নির্বাচন করেছি। গ্যাপ দিয়ে হলেও নির্বাচন করেছি। ভোটাধিকার প্রক্রিয়া বা জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া আমরা বন্ধ রাখিনি। আমরা যেকোনো মূল্যে ঝুকিঁ নিয়ে ভোট করেছি।
গত বছর (২০২১ সালে) সারাদেশে ইসির দুই শতাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ২১ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বাংলা৭১নিউজ/এসএন