বাংলা৭১নিউজ, ঢাকা: আগের দিন সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ম্যাকলিন পার্কে আগে ব্যাট করলে ১৮০-৯০ রান করতে হবে।
সেই মাঠে আজ প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারল ১৪১ রান। যেটি ৬ উইকেট আর ১২ বল হাতে রেখেই টপকে গেল নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে ঝরল ১৫-২০ রানের আক্ষেপ।
মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশ ১৪১ করতে পারে মূলত মাহমুদউল্লাহর ৫২ রানের সুবাদে। ব্যাটিংয়ে আর কেউই নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে সাকিবের ব্যাট থেকে।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, ‘আমরা ১৫-২০ রান কম করেছি। মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করেছে। কিন্তু আমাদের আরো রান করতে হতো।’
মাঝারি পুঁজি নিয়েও বোলিংয়ের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ২৮ রানে ২ আর ৬২ রানের মধ্যে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেন সফরকারী বোলাররা।
কিন্তু পঞ্চম উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। মাশরাফি কৃতিত্ব দিলেন এই দুজনকে।
‘আমরা দ্রুতই কিছু উইকেট পেয়েছিলাম। কিন্তু উইলিয়ামসন সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে। আর ওকে ভালো সঙ্গ দিয়েছে গ্র্যান্ডহোম। আমরা ব্যাটিং ও বোলিংয়ের শেষ ১০ ওভারে প্রতিদ্বন্দ্বিতা করেছি’- যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলা৭১নিউজ/এন