শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রম, মার্কিন নিষেধাজ্ঞায় ৮ শিল্পপ্রতিষ্ঠান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রম, মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে দেশটির আটটি শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১টি সূচকের মধ্যে সাতটি অপারেশনে জোরপূর্বক শ্রম চিহ্নিত করেছে বলে সিপিবির তদন্তে উঠে এসেছে।

এর মধ্যে দুর্বলতার অপব্যবহার, প্রতারণা, পরিচয়পত্র সংরক্ষণ, ভয়ভীতি ও হুমকি, ঋণের বন্ধন, আপত্তিজনক কাজ এবং জীবনযাত্রার অবস্থা এবং অতিরিক্ত সময়।

মার্কিন নিষেধাজ্ঞার কবলে মালয়েশিয়ার আটটি শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে, ওয়াইটিওয়াই ইন্ডাস্ট্রি হোল্ডিংস এসডিএনবিএইচডি (ওয়াইটিওয়াই গ্রুপ), ব্রাইটওয়ে গ্রুপ, স্মার্ট গ্লাভ, ম্যাক্সটার গ্লোভ ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি (ম্যাক্সওয়েল গ্লোভ ম্যানুফ্যাকচারিং বেরহাদ এবং সুপারম্যাক্স গ্লোভ ম্যানুফ্যাকচারিং), টপ গ্লোভ করপোরেশন বিএইচডি এবং ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডি।

Malaysia3.jpg

মার্কিন নিরাপত্তা সংস্থা ঘোষণা করেছে, এসব প্রতিষ্ঠানের নিষ্পত্তিযোগ্য গ্লাভস আমেরিকায় প্রবেশ বন্ধ রেখেছে। নিরাপত্তা সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, ২৮ শে জানুয়ারি থেকে কার্যকরী ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) অফিসার এবং সমস্ত ইউএস পোর্ট অব এন্ট্রিতে আমদানি বিশেষজ্ঞরা মালয়েশিয়ার এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ডিসপোজেবল গ্লাভস আটকে রাখবে।

মার্কিন নিরাপত্তা সংস্থা ঘোষণা করেছে, এসব প্রতিষ্ঠানের নিষ্পত্তিযোগ্য গ্লাভস আমেরিকায় প্রবেশ বন্ধ করবে। নিরাপত্তা সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, ২৮ জানুয়ারি থেকে কার্যকরী ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) অফিসার এবং সমস্ত ইউএস পোর্ট অব এন্ট্রিতে আমদানি বিশেষজ্ঞরা মালয়েশিয়ার এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ডিসপোজেবল গ্লাভস আটকে রাখবে।

এদিকে টপ গ্লাভ এবং ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিপিবি মালয়েশিয়ার ওয়াইটিওয়াই গ্রুপের বিরুদ্ধে একটি উইথহোল্ড রিলিজ অর্ডার (নিষেধাজ্ঞা) জারি করেছে তথ্যের ভিত্তিতে যা যুক্তিসঙ্গতভাবে গ্রুপের উৎপাদন কার্যক্রমে জোরপূর্বক শ্রমের ব্যবহারকে নির্দেশ করে।

Malaysia3.jpg

ওয়াইটিওয়াই বলছে, এ বিষয়ে তারা একটি বিবৃতি জারি করবে। ওয়াইটিওয়াই হলো অষ্টম মালয়েশিয়ান কোম্পানি যেটি তিন বছরের নিষেধাজ্ঞার তালিকায় স্থান পেয়েছে।

এক বিবৃতিতে, হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি আলেজান্দ্রো এন মায়োরকাস বলেছেন, নিবেদিত সিবিপি কর্মীবাহিনী জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে লড়াই এবং বিশ্বজুড়ে শ্রমিকদের মানবাধিকার রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

মায়োরকাস বলছেন, আমরা জোরপূর্বক শ্রম বিনিময়ে উৎপাদিত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার জন্য আমাদের সমস্ত কর্তৃপক্ষ এবং সংস্থানগুলোকে কাজে লাগাতে থাকব। জোরপূর্বক শ্রমের ওপর নির্ভর করে এমন পণ্য বা পরিষেবা কেনার জন্য কোনো করদাতার ডলার যাতে ব্যবহার না হয় তা নিশ্চিত করার জন্য আমরা নেতৃত্ব দিচ্ছি।

এদিকে ২৯ জানুয়ারি সিমডারবি প্ল্যান্টেশনবিএইচডি (এসডিপি) কোম্পানির পণ্য জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রম দিয়ে উৎপাদিত হয়েছে এমন ‘পর্যাপ্ত তথ্য’ পাওয়ার পরে কোম্পানি এবং এর সহযোগী সংস্থাগুলোর সমস্ত পণ্যের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করায় হতাশা প্রকাশ করেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com