মালেয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে ২৫২ জন বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসীকে আটক করেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ অভিযান।
অভিযানে মোট ১ হাজারে বিদেশিকে চেক করে ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ২৫২ জন, নেপালের ১৬৩, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপাইনের ৪ জন এবং ভারতের একজন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে আটককৃত অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে আট থেকে ১০ জন বাস করছিলেন। অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতো তারা।
বাংলা৭১নিউজ/এসএইচ